কাঞ্চন কুমার, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল টাইলস ক্লিনার ও টাইলসের পুডিং তৈরীর সামগ্রীসহ মনজিরুল কবির নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২। শুক্রবার ভোর রাতে আটকের পর ওই ব্যক্তিকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রামমাণ আদালত।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উপজেলার হিজলাবট গ্রামের একটি বাড়িতে নারায়ণগঞ্জের সুফিয়া কেমিক্যালের লেবেল ও মনোগ্রাম ব্যবহার করে নকল টাইলস ক্লিনার ও টাইলসের পুডিং বাজারজাত করছে একটি চক্র। এ সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে তিনটায় ওই বাড়ীতে অভিযান চালিয়ে মালামালসহ মনজিরুল কবিরকে আটক করা হয়। পরে শুক্রবার দুপুর একটায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনিরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মনজিরুল কবিরকে ছয় মাসের কারাদন্ড দেন। মঞ্জিরুল কবির খোকসা উপজেলার হিজলাবট এলাকর আইয়ুব আলীর ছেলে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here