কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামে তীব্র শীতে আমেনা খাতুন (৬৫) নামের একজন গৃহবধূ নিহত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে উক্ত এলাকার লুকমান মন্ডলের স্ত্রী আমেনা খাতুন তীব্র শীতের জ্বালা সইতে না পেরে মারা যান। অপরদিকে বুধবার উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ওমেদ আলী প্রামানিকের স্ত্রী অভি খাতুন (৫০) ও একই ইউনিয়নের নওদাপাড়া গ্রামের জলিল মন্ডলের ছেলে গণি মন্ডল (৪২) তীব্র শীতে অসুস্থ্য হয়ে পড়লে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে আনার পথে সে মারা যায়। অন্যদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গত এক সপ্তাহে ৫ শিশু নিউমোনিয়ায় আক্রানত্ম হয়ে মারা গেছে। এদিকে দৌলতপুরে শীতের তীব্রতায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রোজিনা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া