কুষ্টিয়ায় ডায়াবেটিস রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ডায়াবেটিকস’র এই ঊর্ধমুখী প্রবণতা কোনোভাবে প্রতিরোধ করা না গেলে, আগামী ২০ বছরের মধ্যে বহুমূত্র-রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হবে এমনটি বললেন কুষ্টিয়ার ডায়াবেটিস সমিতির সভাপতি মকলেছুর রহমান। স্বাভাবিকভাবেই, এ রকম একটা পরিসংখ্যান সত্যিই ভয়ের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৩৪৬ মিলিয়ন মানুষ ডায়াবেটিকস-এ আক্রান্ত আর তাদের মধ্যে ৮০ শতাংশেরও বেশি মানুষের বসবাস উন্নয়নশীল দেশগুলিতে বিশেষ করে। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলায় ডায়াবেটিকস-এ আক্রানত্ম রোগীর সংখ্যা অনেক বেশি। ডায়াবেটিস প্রকট হওয়ার কারণ কি আমাদের খাওয়া-দাওয়ার ওপর নির্ভরশীল। চিকিৎসকর বলছেন, ”খাদ্যের থেকেও বেশি যে ব্যাপারটা, সেটা হলো ‘কনশাসনেস’। শুরুতে অনেকে ডায়াবেটিকস-কে তেমন গুরুত্ব দিতে চায় না। কুষ্টিয়ার ডায়াবেটিস সমিতি প্রধান বলেন অবশ্য ‘আনত্মর্জাতিক ডায়াবেটিকস ফেডেরেশন’র এই সমীক্ষার ফলাফল নিয়ে পুরোপুরি নিশ্চিত নন। তার মতে, ”এটা অসম্ভব নয়। তবে এমনটা যে হবেই-তা হলফ করে বলা যায় না। ১৪ নভেম্বর ছিল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। আর ওইদিনই একটি ভয়াবহ তথ্য প্রকাশ করলো ‘আনত্মর্জাতিক ডায়াবেটিকস ফেডারেশন’। জানালো, আগামী দুই দশকের মধ্যে বিশ্বের প্রায় ৫২২ মিলিয়ন মানুষ নাকি ডায়াবেটিকস-এ আক্রান্ত হতে পারে। ২০৩০ সালের মধ্যে প্রতি দশজন প্রাপ্তবয়স্ক মানুষের একজনের, ডায়াবেটিকস বা বহুমূত্র-রোগ হওয়ার আশঙ্কার কথা তুলে ধরা হলো ‘আন্তর্জাতিক ডায়াবেটিকস ফেডারেশন’-এর ওই সমীক্ষায়। ”বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ‘টাইপ-টু’ ডায়াবেটিকস’র আধিক্য লক্ষ্য করে থাকি। যা সাধারণত, মধ্যবয়সে হয়ে থাকে। এছাড়াও, মোটের ওপর ডায়াবেটিকস-এ আক্রান্ত হওয়ার মূল কারণ বয়স, স্থূলতা এবং অস্বাস্থ্যকর জীবনযাপন। যেমন ফ্যাট জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া, শারীরিক পরিশ্রম কম করা ইত্যাদি। তাই এ ব্যাপারগুলিকে নিয়ন্ত্রণ করতে পারলে ডায়াবেটিকস প্রতিরোধ করা সম্ভব হবে অনেকটাই। ‘টাইপ ওয়ান’ ধরনের ডায়াবেটিকস-কে একমাত্র নিয়ন্ত্রণ করা যায় ‘ইনসুলিন’ দিয়ে। এ রোগে শরীর ‘ইনসুলিন’র উৎ?পাদন ক্ষমতা হারায়। তাই অতিরিক্ত ‘ইনসুলিন’ প্রয়োজন হয় শরীরের কার্বোহাইড্রেটকে পুষ্টিতে রুপান্তরিত করার জন্য। তাই, ‘ইনসুলিন’ ছাড়া ‘টাইপ ওয়ান’ ডায়াবেটিকস রোগীদের, যা মূলত শিশুদের মধ্যে হয়ে থাকে, বাঁচানো সম্ভব নয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন  কুমার/কুষ্টিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here