নানান চড়াই উৎরায় পেরিয়ে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পালা শেষে কুষ্টিয়ায় টেলিভিশন কেন্দ্রের সমপ্রচার শুরু হয়েছে! প্রায় স্বাধীনতার পর থেকেই কুষ্টিয়ায় রেডিও এবং টেলিভিশন কেন্দ্র স্থাপনের জন্য জেলাবাসী দাবী করে আসছিল। সরকার গেছে সরকার এসেছে কিন্তু কুষ্টিয়ার বিনোদন পিপাসু সাংস্কৃতিক মনা মানুষের প্রাণের দাবী পুরন করতে ব্যর্থ হয়েছে বার বার। বিগত বিএনপি জামায়াত জোট সরকার কুষ্টিয়াবাসীর দাবীর প্রেক্ষিতে কুষ্টিয়ায় টেলিভিশন কেন্দ্র স্থাপনের উদ্দ্যোগ গ্রহণ করে। সে উদ্দ্যোগও অবশেষে ব্যর্থ হয়ে যায়। টেলিভিশনের রিলে কেন্দ্রটি সকল জল্পনা-কল্পনার ইতি ঘটিয়ে ঝিনাইদহে স্থাপন করা হয়। কুষ্টিয়াবাসীর আশায় ছাই পড়। আবারো দাবী উঠে কুষ্টিয়ায় টেলিভিশন কেন্দ্র চাই। কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী এই পরিচয়ে জেলার বাইরে পরিচিতি লাভ করলেও নিজ এলাকায় যেন জনগণের অনত্মরালেই রয়ে গেল। কুষ্টিয়ার সাংস্কৃতিক মনা ব্যক্তি কিংবা সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের প্রচার-প্রসার আর বিকাশ নিয়ে যখন চিনিত্মত ঠিক তখনই তাদের চাহিদা পূরণ করতে শুরু হয়েছে টেলিভিশন কেন্দ্রের সমপ্রচার। যেন আধার ঘরে চাঁদের আলো ফিকে মেরে তাকিয়েছে। আকাশ সংস্কৃতির সুবাদে কুষ্টিয়া জেলা শহরসহ ৬ উপজেলার ৬২ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই এই টেলিভিশনের সমপ্রচার দেখতে পাচ্ছে। বিনোদন পিপাসু সাংস্কৃতিক মনা মানুষের আশা পূরন হচ্ছে। শুধু জেলা শহর কিংবা ইউনিয়ন গ্রামই নয়, সবখানেই এর প্রভাব পড়েছে। বিশেষ করে জেলা শহর, ইউনিয়ন, গ্রাম যেখানে জীবন যাত্রার মান উন্নয়নের প্রয়োজনে ছোট খাটো বাজার গড়ে উঠেছে। সেখানেই একটি চা ষ্টল মানেই আকাশ সংস্কৃতির ছোয়া লেগেছে। চা পান করার ফাকে ফাকে দর্শক-শ্রোতাদের চোখ ডিস লাইন লাগানো টেলিভিশনের দিকে। এক কাপ চায়ের বদৌলতে দেখতে পাচ্ছে দেশি-বিদেশী নাটক, টেলিফিল্ম, সিনেমার পাশাপাশি হিন্দী, উর্দূ ও ইংরেজী ভাষার নগ্ন ছবি। আবার এলাকার হাট-বাজার থেকে শুরু করে জেলা শহরের অভিজাত শপিং মলের বেচা-বিক্রির বিজ্ঞাপনও। কি দেখছেন না সেখানে। অন্যদিকে মোটা-চিকন হওয়া সহ সব ধরনের যৌন সমস্যার সমাধনের ওষুধ। যা এক ফাইল ব্যবহার কিংবা খেলেই সমাধানসহ বিভিন্ন সসত্মা দরের চটুকদার বিজ্ঞাপন। পাচ্ছেন ঘটনা অঘটনার সংবাদ কোথায় কত নম্বরে পুলিশ, র্যাবকে ফোন করে জানানোর নিশ্চিত ঠিকানা। আবার কোন প্রসিদ্ধ কিংবা খ্যাতনামা ব্যক্তির জন্মাৎসব, স্মরনোৎসব সহ সভা সেমিনার, বিয়ে, পিকনিক, মিলাদ মাহফিলের অনুষ্ঠানমালা এই টেলিভিশনের পর্দায় ঘরে বসেই দেখার সুবর্ণ সুযোগ। কি নাই এই টেলিভিশনের সমপ্রচারের অনুষ্ঠান মালায়। দীর্ঘ প্রতীক্ষার পর কুষ্টিয়ায় টেলিভিশন কেন্দ্রের সমপ্রচার যেন কুষ্টিয়ায় সীমাবদ্ধ নাই দর্শক-শ্রোতাদের খোরাক মিটিয়ে বাইরের জেলাতেও ছড়িয়ে পড়ছে ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুস্টিয়া