কাঞ্চন কুমার, কুষ্টিয়া থেকে
কুষ্টিয়া শহরতলীর চাঁদাগাড়া মাঠে বৃহস্পতিবার রাতে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় খুনের কাজে ব্যবহৃত দু’টি মোটর সাইকেল ও ধারালো ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওই মাঠে পূর্ব পরিকল্পিতভাবে কর্নেল নামে এক যুবককে তার চার বন্ধু হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস’ল থেকে একজনসহ রাতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন, কুষ্টিয়া শহরের পূর্বমজমপুর এলাকার সৌরভ, মিহির এবং শহরের কোর্টপাড়া এলাকার সবুজ।
নিহত কর্নেল শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য। ব্যক্তিগত বিরোধের জের ধরে সৌরভ তার তিন বন্ধুকে সঙ্গে করে এ খুনের ঘটনা ঘটিয়েছে। তবে এ হত্যা মিশনে থাকা পার্থ নামের একজন পলাতক রয়েছেন।