মজুরি কমিশনসহ ৯ দফা দাবিতে বুধবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। বুধবার সকাল সাড়ে ৯টায় চিনিকলের প্রধান ফটকে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে চিনিকলের সব শ্রমিক-কর্মচারী অংশ নেয়।
মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জাহিদুল ইসলাম লতিফ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, কুষ্টিয়া চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
ইউনাটডেট নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া