কুষ্টিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃঃ  কুষ্টিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে একজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় সুমন আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তার সুমন আলীর বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী।

তিনি বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় চলন্ত অবস্থায় মধুমতি নামে একটি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ট্রেনের এক যাত্রী আহত হন। পাথর নিক্ষেপ করায় সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here