কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাড়ির চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহত ছাত্রের নাম রাজিবুল ইসলাম (১৪)। সে ছিল মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তারা বাবা সদর উপজেলার পূর্ব আব্দালপুর গ্রামের আবদুল ওয়াহেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রাজিব স্কুলে যাওয়ার পথে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়গামী একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।
এতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসীরা মহাসড়ক অবরোধ করে রাখে। স্কুলের কয়েক’শ শিক্ষার্থী সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া