কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। ভাতিজার নাম আব্দুল হামিদ (১৮)। রোববার বিকেলে উপজেলার তালবাড়িয়ার নওদা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের গোলাম কাদের সরদারের ছেলে বাদল সরদারের সাথে তার ভাই হাবিল সরদারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে হাবিল সরদারের নেতৃত্বে তার ছেলে শামীম সরদার, সেলিম, আলিম, স্ত্রী জুলেখা খাতুন রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাদল সরদার ও তার স্ত্রী জবেদা খাতুন (৬২), ছেলে আব্দুল হামিদ (১৮), ভাই বাবলুর রহমান ওরফে খলিল সরদারকে রক্তাক্ত জখম করে। এ সময়ে হাবিল ও তার ছেলে সেলিম আহত হয়। হামলাকারীদের প্রতিহত করতে এসে স্থানীয় ইউপি সদস্য মকফর আলী (৫৫) ও আব্দুস সাত্তার (৫০) আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আব্দুল হামিদের অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রতিপক্ষ গ্রুপের হাবিল সরদার ও তার ছেলে সেলিম সরদার হাসপাতাল থেকে পালিয়ে যায়। নিহত আব্দুল হামিদ কুষ্টিয়া ইসলামীয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় হামিদের পিতা বাদল সরদার বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আব্দুল হামিদ নিহত হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। কোন আসামি গ্রেপ্তার না হলেও অভিযান চলছে বলেও তিনি জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here