কাঞ্চন কুমার, কুষ্টিয়া
কুষ্টিয়া শহরের বড় বাজার ভারতীয় প্যাকেট গুঁড়ো দুধে সয়লাব। ভারত থেকে অবৈধভাবে প্রতিদিন আসছে এসব দুধ।
সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের বড় বাজারে এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ভারতীয় মধুসূদন নামের দুধ বিক্রি করে চলেছেন। এসব দুধ বিভিন্ন মিষ্টি ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে। বড় বাজারে রয়েছে একাধিক দুধ রাখার গোডাউন। বড় বাজারের মনোহারী পট্টির কালীপদ’র দোকান সোজা দ্বিতীয় তলায় রয়েছে মান্নানের প্যাকেট গুঁড়া দুধের গোডাউন। এছাড়া মেছুয়া বাজার রোডের পাশে মাংস পট্টির সামনে শাহাবুদ্দির দোকানের সামনে রয়েছে মান্নানের ২য় দুধের গোডাউন। যেখানে রয়েছে অবৈধভাবে আনা দুধ। আব্দুল মান্নান শুধু বাজারে বসে বিক্রি করেন না। তিনি নিজেই সিমান্ত এলাকা থেকে দুধ নিয়ে আসে।
এর আগে সম্প্রতি কুষ্টিয়ার পুলিশের অভিযানে ১২৬ প্যাকেট ভারতীয় প্যাকেট গুড়ো দুধসহ এক জন আটক হয়েছিল। পোড়াদহ থেকে অটো রিকসা যোগে দুধ আসার সময় খাজানগর-বটতৈল রোডে পুলিশ দুধ আটক করে। ওই দুধ ছিল কিছু অবৈধ দুধ ব্যবসায়ীর। তবে দুধ আটকের সময় ব্যবসায়ীরা পালিয়ে গিয়েছিল। তবে এত কিছুর পরও ধরা ছোঁয়ার বাহিরেই থেকে যাচ্ছে এই সব ব্যবসায়ীরা। বিভিন্ন অসাধু ব্যাক্তি ও এক শ্রেণীর ক্ষমতাধর মহলের পৃষ্ঠপোষকতায় এ ব্যবসা দেদারছে চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।