কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজার নামক স্থানে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ট্রাক চাপায় জাবেদ আলী (৬৫) ও আমিনুল ইসলাম (৪৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরো ৪ জন আহত হয়েছে। নিহত দু’জনই পেশায় দিনমজুর বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির উদ্দিন মোল্লা জানান, রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া বাজার নামক স’ানে জাবেদ আলী ও আমিনুল ভ্যানের ওপর মালামাল ওঠাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০-৮৬২) ভ্যানটিকে ধাক্কা দিলে ট্রাক চাপায় ঘটনাস’লেই জাবেদ ও আমিনুল নিহত হন। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া থেকে