ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে দিনব্যাপী সর্পদংশন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) কুষ্টিয়ার ৩টি শিক্ষা কেন্দ্রে এ সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি। ফাউন্ডেশনটির কেন্দ্রঘোষিত ‘দেশব্যাপী সর্পদংশন ও সংরক্ষণমূলক সচেতনতা ক্যাম্পেইন-২০২৩’ এর অংশ হিসেবে এ আয়োজন করে ইবি শাখা।
বেলা ১০ টায় শান্তিডাঙ্গা উলুম দাখিল মাদ্রাসায় সচেতনতার মাধ্যমে এ দিনব্যাপী কর্মশালার কার্যক্রম শুরু হয় । এরপর দুপুর ১২ টায় খাতের আলী দাখিল মাদ্রাসা এবং দুপুর ৩ টায় মধুপুর হদিরন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করে সংগঠনটি।
এসময় শিক্ষার্থীদের মাঝে সাপ নিয়ে সচেতনা, সাপে কাটলে কারণীয়, বর্জনীয় ও এর প্রতিকার, বিষধর সাপে কাটার লক্ষণ, সাপ পরিচিতি ও প্রকৃতিতে সাপের গুরুত্বের উপর আলোচনা করা হয় এবং সর্বশেষ প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে কর্মশালাগুলো পরিচালিত হয়।
কর্মশালায় মাঈনুল ইসলামের সঞ্চালনায় সাপে কাটলে করণীয়, বর্জনীয় ও এর প্রতিকার, সাপের পরিচিতি ও প্রকৃতিতে সাপের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন ছাফওয়ানুর রহমান, সাদিয়া মুবাশ্বিরা ও মেঘদাদুক হক।
কর্মশালায় সংঠনটির সদস্য সাদিয়া মুবাশ্বিরা বলেন, ক্যাম্পাসের আশাপাশের অঞ্চলে প্রায়ই সাপে কেটে মানুষের মৃত্যু হয়, যার অন্যতম প্রধান কারণ অসচেতনতা। সাপে কাটলে মানুষ না বুঝে ওঝার কাছে নিয়ে যায় ফলে মৃত্যু ঘটে। তাই আমরা চেষ্টা করি মানুষকে সচেতন করতে যেন তারা ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যায়।
অপর সদস্য শাহরিয়ার সাগর বলেন, সাপ একটি উপকারী প্রানী। সাপ বিভিন্নভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রকৃতিতে সাপ সহ সকল বন্যপ্রানীর সাথে মানুষের সহাবস্থান নিশ্চিত করার মাধ্যমে আগামীর প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেয়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
কর্মশালা শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুইজ পর্ব অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিলি ও বিদ্যালয়ে সচেতনতা মূলক পোস্টার লাগানো হয়।
উল্লেখ্য, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে দেশে সাপ সংরক্ষণ ও সর্পদংশন সচেতনতা নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সর্পদংশনে মৃত্যুহার কমানো ও প্রকৃতিতে সাপের গুরুত্ব উপলব্ধি করানোর লক্ষ্যে দেশব্যাপী ২৫টিরও অধিক স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করতে যাচ্ছে ফাউন্ডেশনটি।