মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের ধান ক্ষেত থেকে সোমবার সকালে বেলি বেগম (৫০) নামের এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট দক্ষিন সুরমা থানার বরইকান্দি গ্রামের ময়না মিয়ার স্ত্রী গত রবিবার রাতে রোগী দেখার উদ্দেশ্যে সিলেট থেকে ঢাকাগামী আনত্মঃনগর উপবন ট্রেনে মেয়ের বাড়ি হোসেনপুর গ্রামে আসছিলেন। কথা ছিল মেয়ে সুলতানা বেগমের (২৫) স্বামী লেবু মিয়া তাকে কুলাউড়া ষ্টেশন থেকে তার বাড়িতে নিয়ে যাবেন। গভীর রাতে ষ্টেশনে নেমে মেয়ের স্বামীকে না পেয়ে বেলি বেগম একাই হোসেনপুর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। তারপর থেকে বেলি বেগম নিখোঁজ ছিলেন। পর দিন সকালে ঐ গ্রামের ধান ক্ষেতে স্থানীয় লোকজন বেলি বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খরর পেয়ে। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য মর্গে প্রেরন করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বেলি বেগমের মেয়ে সুলতানা ও স্বামী লেবু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিতকরে জানান, রহস্য উদঘাটনের জন্য পুলিশ তৎপর রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সজল দেব/মৌলভীবাজার