কুমিল্লা ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র সাথে ভারতের ৭৭ বিএসএফ’র অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কুমিল্লার অধীনে কসবা উপজেলার কোম্পানী সদরের সীমানত্মবর্তী ভারতের কমলাসাগর এলাকায় অনুষ্ঠিত হয় ।
বিজিবি সূত্র জানায়- ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আখতারুজ্জামান, বিপি ৫ সদস্য বিশিস্ট একটি দল সোমবার কসবা সীমানত্মবর্তী মেইন পিলার ২০৩৯/এম এর নিকট ভারতের অভ্যন্তরে কমলাসাগর নাম স্থানে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী এস সিভা মুর্তি এর ৬ সদস্যের নেতৃত্বে দু’দেশের প্রতিনিধির মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সুষ্ঠ ও সৌহার্দপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এবং সীমান্তে হাট বাজার স্থাপনের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়েছে এবং অধিনায়ক পর্যায়ে এ ধরনের পতাকা বৈঠকের ধারা অব্যাহত থাকবে বলে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নেকবর হোসেন/কুমিল্লা