কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আনুষ্ঠানিক সমর্থন পেলেন এডভোকেট আফজাল খান। বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলার সকল সংসদ সদস্য, সম্ভাব্য মেয়র প্রার্থী ছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল মতিন খসরু, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন। সভায় সাবির্ক রাজনৈতিক পরিস্তিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এডভোকেট আফজাল খানকে দলীয় সমর্থন দেয়া হয়।