কুষ্টিয়ার কুমারখালী থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। রোববার সন্ধ্যায় র্যাবের একটি দল কুমারখালী বাজারে অভিযান চালিয়ে সন্ত্রাসী নূরীকে (৪০) আটক করে। কুষ্টিয়া র্যাব-১২’র মেজর আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় র্যাবের একটি বিশেষ দল কুমারখালী বাজারের বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে একটি দেশি বন্দুকসহ সন্ত্রাসী নুরুল ইসলাম ওরফে নূরীকে আটক করে। সন্ত্রাসী নূরী কুষ্টিয়া সদর উপজেলার চেচুয়া গ্রামের মৃত সরাফত আলীর ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাঞ্চন কুমার/কুষ্টিয়া