কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল থেকে অভিযান চালিয়ে ৫ সন্দেহভাজন ব্যক্তিসহ একটি ট্রলার আটক করেছে পুলিশ। ২১ জানুয়ারি শনিবার বিকালে কুতুবদিয়া ঘাট থেকে ট্রলারসহ তাদের আটক করা হয়।
কুতুবদিয়া থানার ওসি গিয়াস উদ্দিন জানান, ২১ জানুয়ারি শনিবার বেলা ১১ টার দিকে তাদের কাছে খবর আসে মহেশখালীর একজন শীর্ষ সন্ত্রাসীসহ ৫ সন্ত্রাসী একটি ছোট ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল হয়ে চট্টগ্রামের দিকে পালিয়ে যাচ্ছিল। এসময় কুতুবদিয়া থানার একদল পুলিশ দীর্ঘ সমুদ্র পথ তাড়া করে শনিবার বেলা আড়াইটা নাগাদ ট্রলারটিসহ ৫ জনকে আটক করতে সক্ষম হয়।
মহেশখালী থানার ওসি রঞ্জিত কুমার বড়ুয়া জানান, কুতুবাদিয়া পুলিশের হাতে আটক হওয়া সন্দেহভাজনদের শনাক্ত করতে মহেশখালী থেকে একদল পুলিশ সমুদ্র পথে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
উল্লেখ্য গত দু’দিন ধরে মহেশখালীর পাহাড় ঘেরাও করে পুলিশের সাঁড়াসি অভিযান চলছে। দু’টি গোয়েন্দা সংস্থাও এই তথ্য নিশ্চিত করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কামাল আজাদ/কক্সবাজার