কুকুরকে যৌন নির্যাতন ও শ্বাসরুদ্ধ করার অপরাধে এক মার্কিনীকে ১০ বছরের কারদণ্ড দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রবার্ট এডওয়ার্ড ডি শিল্ড গত মার্চে আট মাস বয়সী কুকুর চিহুআহুয়াকে যৌন নির্যাতন ও শ্বাসরুদ্ধ করে মারাত্মকভাবে আহত করে। পরে কুকুরটির মালিক তাকে ওই বাড়ির গ্যারেজ থেকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
সেখানে কুকুরটির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া যায়। কুকুরটিকে নিবিড় পরিচর্চা কেন্দ্রে রেখে বাঁচিয়ে তোলা হলেও তার মালিক মামলা দায়ের করেন। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় শিল্ডকে গত সপ্তাহে এই কারাভোগের শাস্তি দেয়া হয়। সে সঙ্গে তাকে আজীবন যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
ফলে তাকে সব সময় ইলেক্ট্রনিক শনাক্তকারী যন্ত্র ব্যবহার করার পাশাপাশি স্কুল এবং যেসব জায়গায় শিশুরা জমায়েত হয় সে সব স্থান থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে।