ভারতে পুলিশের গুলিতে নিহত শীর্ষ মাওবাদী নেতা কিষেণজী, ওরফে কোটেশ্বর রাওয়ের মৃত্যুর প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্যে মাওবাদীদের ডাকা দু’দিনের একটি সাধারণ ধর্মঘট এখন চলছে।
কলকাতাসহ রাজ্যের অন্যান্য এলাকায় এই বন্ধের কোন প্রভাব না পড়লেও মাওবাদী অধ্যুষিত তিনটি জেলায় স্বাভাবিক জনজীবন ব্যহত হয়েছে বলে জানা যাচ্ছে। এখন পর্যন্ত কোনও নাশকতা বা অশান্তির খবর আসে নি৻
ধর্মঘটের কারণে মাওবাদী এলাকাগুলিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৻ গোটা রাজ্যেই সতর্কতা জারি রয়েছে৻
ওদিকে, কিষেণজীর পরিবারের সদস্যরা তার মরদেহ শণাক্ত করেছেন। এরপর মরদেহ অন্ধ্রপ্রদেশে তাঁর গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হবে৻
মৃতদেহ দেখার পর তাঁর পরিবার ও ঘনিষ্ঠরা অভিযোগ করছেন, মি. রাওয়ের মৃতদেহে তারা অত্যাচারের চিহ্ন দেখেছেন৻
এর আগে ভারতের মাওবাদী কমিউনিস্ট পার্টি ও বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করেছিল যে পুলিশ এক ‘ভুয়ো সংঘর্ষে’ কিষেণজীকে মেরে ফেলেছে।
এই বিষয়ে তাঁরা নিরপেক্ষ তদন্ত দাবি করছেন।
সরকারি কর্মকর্তারা বলছেন, কিষেণজীর মৃত্যু কীভাবে হয়েছে পুলিশের অপরাধ তদন্ত শাখা বা সিআইডি-কে তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার বুড়িশোল জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় মি. রাও নিহত হন।
কিষেণজী মাওবাদী কমিনিউস্ট পার্টির পলিটবুরোর সদস্য এবং সামরিক শাখা, পিপলস লিবারেশন গেরিলা বাহিনীর প্রধান ছিলেন৻
কিষেণজীর মৃত্যু ভারতে মাওবাদী আন্দোলনের ওপর একটা বড় আঘাত বলে বিশ্লেষকরা মনে করছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক