ভারতের অন্যতম শীর্ষ মাওবাদী নেতা কোটেশ্বর রাও ওরফে কিষেণজী’র হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের মাওবাদী শাখা শনিবার ও রোববার ঐ রাজ্যে দু’দিনের হরতালের ডাক দিয়েছে।

পুলিশ বলছে, পশ্চিম মেদিনীপুর জেলার বুড়িশোল জঙ্গলে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় মি. রাও নিহত হন।

কিন্তু পশ্চিমবঙ্গের মাওবাদী শাখা শুক্রবার এক বিবৃতিতে অভিযোগ করেছে কিষেণজীকে, তাদের ভাষায়, ভুয়া সংঘর্ষে হত্যা করা হয়েছে।

তবে ভারতের কেন্দ্রীয় পুলিশ বাহিনী সিআরপিএফ-এর মহাপরিচালক এই অভিযোগ অস্বীকার করেছেন।

এই ঘটনার প্রতিবাদে মাওবাদী সিপিআই মাওবাদীরা আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্যে বিক্ষোভ প্রদর্শন করবে বলেও বিবৃতিতে বলা হয়।

ওদিকে, কর্মকর্তারা বলছেন, পশ্চিম মেদিনীপুর হাসপাতালে শুক্রবার কিষেণজীর দেহের ময়না তদন্ত করা হচ্ছে।

কিষেণজী, যাঁর আসল নাম মোল্লাজুলা কোটেশ্বর রাও, মাওবাদী কমিনিউস্ট পার্টির পলিটবুরোর সদস্য এবং সামরিক শাখা, পিপলস লিবারেশন গেরিলা বাহিনীর প্রধান ছিলেন৻

পশ্চিম মেদিনীপুর জেলার জামবনিতে বুড়িশোল জঙ্গলে বৃহস্পতিবার বিকেলে ওই সংঘর্ষ হয়৻

কিষেণজীর সঙ্গে আরও কয়েকজন মাওবাদী গেরিলা ছিলেন বলে পুলিশ মনে করছে৻

যেসব গেরিলা পালিয়ে গেছেন, তাঁদের খোঁজে জঙ্গলে চিরুনি তল্লাশী চলছে৻

মানবাধিকার সংগঠনগুলি দাবি করেছে যে ওই সংঘর্ষটি যে ভুয়ো নয়, তা প্রমাণ করতে ভারতের আইন অনুযায়ী তদন্ত করতে হবে৻

রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে, যাতে মাওবাদীরা তাঁদের নেতার মৃত্যুর বদলা নিতে বড় ধরনের নাশকতা চালাতে না পারে৻

পুলিশের সূত্রগুলি বলছে যে গত দুদিন ধরে অভিযান চালানোর পরে বৃহস্পতিবার বিকেলে বুড়িশোলের জঙ্গলে সংঘর্ষ শুরু হয়৻

প্রায় ৯০০ আধাসামরিক বাহিনীর সদস্য ও রাজ্যপুলিশ ওই অভিযানে অংশ নেন৻

তবে অভিযানের নেতৃত্ব দিয়েছে মাওবাদী দমনের জন্য গঠিত বিশেষ কোবরা বাহিনী৻

কিষেণজীর মৃত্যু ভারতে মাওবাদী আন্দোলনের ওপর একটা বড় আঘাত বলে বিশ্লেষকরা মনে করছেন

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here