চাঁদাবাজি, ভাংচুর, ছিনতাই ও শ্রমিক মারধরের প্রতিবাদে কিশোরগঞ্জ থেকে গাজীপুর ভায়া ঢাকা রুটে শুরু হওয়া অনির্দিষ্টকালের বাস ধর্মঘট  দ্বিতীয় দিনের মত অব্যাহত রয়েছে। ধর্মঘটের কারণে কিশোরগঞ্জ থেকে গাজীপুর হয়ে ঢাকা মহাখালী বাস টার্মিনাল অভিমুখি সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে মারাত্মক বিপাকে পড়েছেন উক্ত পথে চলাচলকারী সাধারণ যাত্রিরা।

কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ছাড়াও মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি, গাজীপুর সড়ক পরিবহন সমিতি, ঢাকা জেলা বাস টার্মিনাল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও গাজীপুর জেলা বাস টার্মিনাল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে মঙ্গলবার থেকে এ ধর্মঘট আহবান করে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শাহজাহান লস্কর বলেন উক্ত সড়কে চলাচলকারী যানবাহনে চাঁদাবাজি, ভাংচুর, ছিনতাই ও শ্রমিক মাধরের ঘটনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ধর্মঘটে যেতে হয়েছে। সরকার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই ধর্মঘট প্রত্যাহা করা হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রুমন চক্রবর্ত্তী/কিশোরগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here