কিশোরগঞ্জ পৌর এলাকায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ এম্পুল ভারতীয় তৈরী বুপ্রিনর পাইন ইনজেকশানসহ মাদক ব্যবসায়ী আরমান আকন্দ রাজন (৩২) গ্রেফতার করেছে। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টার মাহবুবুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আখড়া বাজার নিজ বাসা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ এম্পুল ভারতীয় তৈরী বুপ্রিনর পাইন ইনজেকশনসহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আখড়াবাজার এলাকার আতাউর রহমান আকন্দের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯ (১) ৩ (ক) ও ১৯ (১) ৯ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ মাদক ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট ও মূল হোতাদের সনাক্ত করা সম্ভব হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রুমন চক্রবর্ত্তী/কিশোরগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here