কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে কিশোরগঞ্জে ১৪ দল এক বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে। শনিবার জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, মিঠামইন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শাহাদত হোসেন, সাবেক পৌর মেয়র নূরুল ইসলাম নুরু, প্রচার সম্পাদক আনোয়ার কামাল, দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, আওয়ামী লীগ নেতা এ্যাড. আব্দুস সালাম, এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, যুবলীগ নেতা আমিনুল ইসলাম বকুল সাংবাদিক সাকাউদ্দিন আহমেদ রাজন প্রমুখ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রুমন চক্রবর্ত্তী/কিশোরগঞ্জ