কিশোরগঞ্জ-হোসেনপুর মহা সড়কে মঙ্গলবার সড়ক দূর্ঘটনায় মেহেদী হাসান (৩০) নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোসেনপুর থেকে মটরসাইকেল যোগে কিশোরগঞ্জ যাওয়ার পথে ঢোলঝুড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মেহেদী হাসান (৩০), রিপন (৩৪), গোলাম রব্বানী (৪০), রফিকুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাদেরকে প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করে। অপর ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
নিহতের বাড়ী ময়মনসিংহ জেলার গফরগাঁও গ্রামে। সে আবুল খায়ের গ্রুপের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিল।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মাহবুব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে দুর্ঘটনার পরপরই তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রুমন চক্রবর্ত্তী/কিশোরগঞ্জ