আব্দুর রউফ হাযদার কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খামার গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে গড়ে ওঠা লাইফ লাইট কোচিং সেন্টার বর্তমান দেশে উদ্বুদ্ধ পরিস্থিতির কোন তোয়াক্কা না করে দিদার্ছে চলছে কোচিং বানিজ্য। এতে ভয়ে আছে এলাকার সাধারন মানুষ। করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত ১৭মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করলেও লাইফ লাইট কোচিংয়ের পরিচালক মাসুদ হাসান জীবন কোচিং চালিয়েই যাচ্ছেন।

গত বুধবার বাংলাদেশ ট্রিবিউনের কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি খাদেমুল মোরছালিন শাকীর ও দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি ও যমুনা প্রতিদিনের জেলা প্রতিনিধি এস এম মোসফিকুর রহমান লালসহ সন্ধ্যায় কোচিং সেন্টারে গিয়ে কোচিং খোলা রাখার বিষয়ে প্রশ্ন করলে পরিচালক তাৎক্ষনিক কোচিং ছুটি দেন।

ঘটনাস্থল ত্যাগ করে চলে আসলে কিছুক্ষণ পর ওই এলাকার একরামুল হকের লম্পট ছেলে সাজ্জাদ হোসেন শামীম (২৪) ০১৭১৭-৪৮১৭৫১ নম্বর থেকে ফোন করে সাংবাদিক এস এম মোসফিকুর রহমান লালকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাননাশের হুমকি প্রদান করলে বৃহস্পতিবার দুপুরে ওই সাংবাদিক থানায় লিখিত জিডি করেন। কিশোরগঞ্জ থানার জিডি নং ৯৬২।

এ ব্যাপারে সাজ্জাদ হোসেনের শামীমের ফোনে যোগাযোগ করলে তিনি এ বিষযে মন্তব্য করতে পারবেন না বলে জানিয়ে দেন।

কিশোগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম. হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here