কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় শীতের তীব্রতায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক রোগী শীতজনিত কারণে হাতপাতালে চিকিৎসা নিচ্ছে। টানা কয়েক দিনের শৈত্য প্রবাহে তাড়াইল উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচন্ড শীতের তীব্রতায় উপজেলার কলোমা গ্রামের মোজাম্মেল হক খান (৯৮) ও সাচাইল গ্রামের আমির উদ্দিন মাষ্টার (৮০) মৃত্যুবরণ করেছেন। এছাড়াও শীতজনিত শ্বাসকষ্ট, হাপানি, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে গত কয়েকদিনে আক্রান্ত হয়ে শতাধিক রোগী বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। আক্রান্ত রোগীদের মধ্যে বেশীর ভাগই শিশু ও বৃদ্ধ। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. মো. আবুল কালাম আজাদ শীতজনিত কারণে ২ জনের মৃত্যুসহ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রুমন চক্রবত্তী/কিশোরগহ্জ