কিশোরগঞ্জে মামলার হাজিরা দিতে এসে পূর্ব বিরোধের জের ধরে সোমবার প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত ও অপর ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাছ ধরা নিয়ে কটিয়াদি থানার দায়েরকৃত একটি মামলায় নির্ধারিত তারিখে হাজিরা দিতে বাড়ি হতে রওনা হয়ে আজ সকালে কটিয়াদি উপজেলার চান্দপুর দূর্গাপুর থেকে পিকআপ যোগে ৯ জন এক সঙ্গে কিশোরগঞ্জ আদালতে আসছিল। সকাল নয়টার দিকে সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মাথিয়ার বিল এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা বাদী তুহিন দফাদার তার পক্ষের ১৫/১৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে পিকআপটি থামিয়ে হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত কাইয়ুম (৪৮) কে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর ১২টায় মারা যায়। গুরুতর আহত এরশাদ মাহমুদ (২৫), বাচ্চু মিয়া (৫০), শাওয়াল মিয়া (৪৫), লিটন (৩০), সেলু (৪৫), লতিফ (৪৫) ও আল আমিন (২৫) কে প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে জালাল (৫৫), হোসেন (২৪), মিজান (৩০), মামুন (২০), মুরাদ (২৫) ও তারিফ (২২)। নিহত ও আহতদের বাড়ি কটিয়াদি উপজেলার চান্দপুর দূর্গাপুর গ্রামে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রুমন চক্রবর্ত্তী/কিশোরগঞ্জ