কিশোরগঞ্জে জঙ্গি সন্দেহে ইসলামী সমাজ সংগঠনের ২৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলা শহরের ফিসারী রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইসলামী সমাজ সংগঠনের বিভিন্ন বই, সিডি, লিফলেট, গঠনতন্ত্র ও দাওয়াতপত্র উদ্ধার করে পুলিশ। কিশোরগঞ্জে ইসলামী সমাজ সংগঠনের আটককৃত ২৫ জনকে আদালতে হাজির করা হলে তাদেরকে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সোহাগ রঞ্জন পাল কারাগারে প্রেরণের নির্দেশ দেন। শনিবার কড়া পুলিশ পাহারায় তাদের আদালতে হাজির করে কিশোরগঞ্জ জেলার দায়িত্ব প্রাপ্ত মোঃ রফিকুল ইসলামকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় এ সময় ফিসারী রোড এলাকার জনৈক মাহমুদা বেগমের ভাড়াটিয়া রফিকুল ইসলামের বাসায় ইসলামী সমাজ সংগঠনের বৈঠক চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশের একটি দল বাসাটি ঘিরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ইসলামী সমাজ সংগঠনের বিভিন্ন বই, সিডি, লিফলেট, গঠনতন্ত্র ও দাওয়াতপত্র উদ্ধার করে পুলিশ। এসব বই ও প্রচারপত্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আলাহর সার্বভৌমত্ব ও শাসন প্রতিষ্ঠার দিক নির্দেশনা ছিল। সংগঠনের আমীর সৈয়দ হুমায়ুন কবীর উদ্ধারকৃত বইগুলোর লেখক। এছাড়া প্রচারপত্রে সংগঠনের সদস্য রফিকুল ইসলামের স্বাক্ষর রয়েছে। উদ্ধারকৃত বই ও প্রচারপত্রে কেন্দ্রিয় কার্যালয় কুমিলা জেলার দাউদকান্দি উপজেলার রায়পুরা কুশিয়ারা বাজার এবং ঢাকা অফিস ৪নং দক্ষিণ বাসাবো উলেখ করা হয়।
সংগঠনের ই মেইল ঠিকানা islamisomaj1997@gmail.com উলেখ ছিল।
গ্রেফতারকৃতরা হচ্ছে রফিকুল ইসলাম (৪০), মোঃ জামাল উদ্দিন (৩৮), মোঃ ওসমান গনি (৪৭), মোঃ মামুন মিয়া (২৫), মোঃ সামসুল হক (২৮), মোঃ জাকির হোসেন (২০), মোঃ জালাল হোসেন (৩০), মোঃ মোস্তফা কামাল (২৪), মোঃ ইমরান হোসেন (১৭), মোঃ আবু কালাম (৪০), মোঃ মাসুম মিয়া (১৯), মোঃ ফারুক লস্কর (৪৫), মোঃ মফিজ মিয়া (৩৫), মোঃ সিরাজ মিয়া (৩৫), মোঃ জাহাঙ্গির আলম (৩১), মোঃ মঙ্গল মিয়া (২৮), নূরুল ইসলাম (৫৮), মোঃ আমীর আলী (৫২), মোঃ কামাল মিয়া (৩৫), মোঃ একাবুল মিয়া (৩১), মোঃ সোহেল মিয়া (৩০) মোঃ সাইফুল ইসলাম (২৬), মোঃ জুয়েল লস্কর (৪০), মোঃ হারুন অর রশীদ (৫০) ও মোঃ মিরাজ লস্কর (৪২)। তাদের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, হোসেনপুর, কটিয়াদি ও সদর উপজেলায় বলে পুলিশের দেয়া তথ্যে জানা গেছে।
আটককৃতদের মধ্যে বাসা ভাড়া নেওয়া কিশোরগঞ্জ জেলার দায়িত্ব প্রাপ্ত রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনার সদর উপজেলার কচুদুয়ারী গ্রামে বলে পুলিশের নিকট স্বীকার করে সে জানায় গত দুই বছর আগে উক্ত বাসাটি ভাড়া নিয়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/রুমন চক্রবর্ত্তী/কিশোরগঞ্জ