কিউবায় যাওয়ার পথে নৌকা ডুবিতে হাইতির ৩৮ জন নাগরিক নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। জীবিত উদ্ধার করা হয়েছে আরো ৮৭ জনকে।
শনিবার কিউবার পূর্ব উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
বেসামরিক প্রশাসন সূত্রের বরাত দিয়ে কিউবা টেলিভিশন জানিয়েছে, নৌকাটি উপকূল থেকে মাত্র ১০০ মিটার দূরে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, আরো অনেকে পানির নীচে জীবিত আছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দরিদ্র দেশ হাইতির জনগণের এভাবে ভিন দেশে পাড়ি দেয়ার পথে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে থাকে।
২০০৯ সালে তারস্ক ও কায়কোস দ্বীপে একটি নৌকার ডুবির ঘটনায় ৭০ জন হাইতিয়ানের লাশ উদ্ধার করে মার্কিন কোস্ট গার্ড।
এর আগে, ২০০৭ সালে ১৫০ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় অপর এক নৌকা ডুবিতে কমপক্ষে ৬১ জন হাইতিয়ান মারা যায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক