ডেস্ক রিপোর্ট:: ভারতের সাহিত্যিক অরুন্ধতী রায় ও কাশ্মির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা।
সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ২০১০ সালে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই মামলা চালানোর অনুমতি দিয়েছেন তিনি। ওই বছরই দিল্লিতে এক জনসভায় কাশ্মীর ইস্যুতে উসকানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।
এদিকে ২০১০ সালে বুকার পুরস্কার বিজয়ী সাহিত্যিক অরুন্ধতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশীল পণ্ডিত ও ‘রুটস ইন কাশ্মির’ নামের এক কাশ্মির পণ্ডিতদের সংগঠন। তাদেরদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে যে অভিযোগ?
অভিযোগ, ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ নামের ওই অনুষ্ঠানে কাশ্মিরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলা হয়েছিল। সব মিলিয়ে ভাষণগুলো ছিল উসকানিমূলক।
এদিকে এই মামলায় আরও দুই অভিযুক্ত কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাঈদ আলি শাহ গিলানি ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ আবদুল রহমান গিলানি। এর আগে সংসদে হামলা মামলায় সুপ্রিম কোর্ট থেকে মুক্তি পেয়েছিলেন দুজন। কিন্তু এই মামলার নিষ্পত্তির আগেই তারা মারা গেছেন।