ডেস্ক রিপোর্ট::  গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হলেন— নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লহ্মীবরদী এলাকার মৃত ফাজিল উদ্দিনের ছেলে জহিরুল হক ভূঁইয়া (৭০)।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল হক ভূঁইয়া। এসময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল হক ভূঁইয়া মারা যান।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আনা হয়েছিল জহিরুল হক ভূঁইয়াকে। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এ কারাগারে তার কয়েদি নম্বর-৪২৭৭/ এ ছিল। তার বিরুদ্ধে দায়রা মামলা নম্বর-৪৫৯/০৩, আড়াইহাজার থানার মামলা নম্বর-০৬(৩)০২, ধারা-৩০২/৩৪ ছিল। ওই মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here