ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গ্রামের রেল লাইনের ধার থেকে শাজাহান (৩৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শাজাহান জেলার কালীগঞ্জ উপজেলার বড়শিমলা গ্রামের মজিদ মাস্টারের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার শাজাহান বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর বাড়িতে ফেরেনি । বরবিবার সকালে মোবারকগঞ্জ রেল স্টেশনের কাছাকাছি খামার মুন্দিয়া গ্রামের মাঠের মধ্যে রেল লাইনের ধারে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কারুজ্জামান জানান, মৃতদেহটি রেল লাইনের ধারে পড়ে থাকায় তারা জিআরপি পুলিশকে জানায়। আজ দুপুর ৩ টার দিকে খুলনা থেকে জিআরপি পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কিভাবে তার মৃত্যু হয়েছে এব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। শাজাহান দীর্ঘদিন ধরে চট্রগ্রামে কসায়ের কাজ করে আসছিল। সম্প্রতি সে বাড়ি ফিরে আসে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ