ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। এসময় মহিলা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে তারা। আটককৃতরা হল অহিদূল ইসলাম, নুরুল ইসলাম, মসিউর রহমান ও স্মৃতি বেগম। উদ্ধার কৃত ফেনসিডিলের পরিমান ২ শ’৭০ বোতল।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার লাউতলা বাজারে চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহি বাসে তল্লাসী শুরু করে। তল্লাসী কালে মহেশপুর হতে ছেড়ে আসা নারায়নগঞ্জ গামী মামুন পরিবহনের যাত্রী বাস থেকে ২ শ’ ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ উল্লেখিত মাদকব্যবসায়ীদের আটক করে। আটক কৃতদের সবার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার টেঙ্গরপুর গ্রামে। উদ্ধার কৃত ফেনসিডিলের মূল্য প্রায় ১ লক্ষ টাকা বলে র্যাব জানায়।
এব্যাপারে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান/ঝিনাইদহ