কারিনা কাপুর এশিয়ার সবেচেয়ে আবেদনময়ী নারী। সম্প্রতি এক জরিপ থেকে এই তথ্য বেরিয়ে এসেছে। ইস্টার্ন আই নামের একটি সাপ্তাহিক পত্রিকা এই জরিপ চালায়। জরিপটি চালানো হয় টুইটারের মতো সামাজিক নেটওয়ার্কে।

গত বছর এশিয়ার সবচেয়ে আবেদেনময়ী নারী ছিলেন কাটরিনা কাইফ। কারিনা সম্প্রতি ‘বডিগার্ড’ ও ‘রা.ওয়ান’র মতো দুটি ব্লক বাস্টার ছবি উপহার দিয়েছেন। এটি তাকে শীর্ষে ওঠাতে সাহায্য করেছে। কাটরিনা গত তিন বছর ধরে শীর্ষ অবস্থানে ছিলেন। এবার তিনি দু’নম্বরে নেমে গেছেন। ইস্টার্ন আই’র সম্পাদক আসজাদ নাজির বলেন, এই জরিপে প্রতিযোগী ছিলেন টিভি ব্যক্তিত্ব, মডেল, চলচ্চিত্র তারকারা। মজার ব্যাপার হলো, হৃতিক রোশানের স্ত্রী সুজানাকেও অনেকে ভোট দিয়েছেন। তিনি এই প্রথম শীর্ষ ১৬-তে জায়গা করে নিয়েছেন।

অন্য নায়িকাদের অবস্থান হচ্ছে- প্রিয়াংকা চোপড়া (৩), বিপাশা বসু (৪), ফ্রিডা পিন্টো (৫), দীপিকা পাড়ুকোন (৭), জ্যাকুলিন ফার্নান্দেজ (১২), নারগিস ফাকরি (২৩) এবং সোনাক্ষী সিনহা (৩৪)। নতুন মা হওয়া ঐশ্বর্য আছেন ৬ নম্বরে। এই তালিকায় সোনম কাপুর আছেন ৯-এ, লারা দত্ত (১৫) এবং মালাইকা অরোরা খান আছেন ১৯তম অবস্থানে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here