ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ও স্ত্রী রুমানা মনজুরকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার সাঈদ হাসান কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার ভোরে হাসান সাঈদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে মারা যান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
কারা উপমহাপরিদর্শক গোলাম হায়দার জানিয়েছেন, হাসান সাঈদের মৃত্যু ‘কার্ডিয়াক ফেইলিয়রে’ হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় মানসিক অস্থিরতায় ছিলেন হাসান সাঈদ। তাকে বাথরুমে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায় বলেও জানান গোলাম হায়দার।
হাসান সাঈদ আত্মহত্যা করেছেন- এমন গুঞ্জন বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্ত হওয়ার আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতন চালিয়ে চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগে গত ১৫ জুন সাঈদকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ জুন তিনি রুমানার ওপর নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে। শিক্ষক রুমানা পরে কানাডায় চিকিৎসা নেন। তাদের একটি মেয়ে রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা