ঢাকা : রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসময় মনির হোসেন (৪২) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। আহত মনির চাঁদপুরের খেয়াদিয়া এলাকার বাসিন্দা ছিদ্দিকুর রহমানের ছেলে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে এ বিস্ফোরণের  ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জানা যায়, সকালে কারওয়ান বাজার কাঁচা বাজারের ভেতর থেকে এক দল পিকেটার হঠাৎ করে ওয়াসা ভবনের সামনে এসে পর পর ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা পিকেটারদের লক্ষ্য করে চার রাউন্ড শর্ট গানের গুলি ছোড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here