তোমাকে ছুঁয়েছে হাত

-কামরুল বাহার আরিফ

ওগো বৃক্ষ
শীত বাতাসের ঝরাপাতা বৃক্ষ
এবার জাগো, জেগে ওঠো
পল্লবিত করো শাখা প্রশাখা
দেখো, তোমাকে ছুঁয়েছে হাত
বসন্তের দেবী_ জাগানীয়া পাখি।

তুমি বসন্তের বিছানে শুয়ে
এখনো শীত কাতরায় জড়সড়
তোমার ঝরানো পাতার বোঁটায়
বিরহের দাগ
বসন্তের পাখি তোমাকে ডেকেছে-
জেগে ওঠো!
পত্র পল্লবে ছেয়ে দাও বসন্তের রঙ
আয়োজন করো পাখিদের কনসার্ট
আমন্ত্রণ করো ইথারের অন্তর্জালে
জাগানীয়া পাখি সাজাবে মঞ্চ
তোমার ডাল থেকে ডালে।

পাখিদের এই কনসার্ট থেকে
মানবেরা শিখে নিবে গান
শিখে নিবে বসন্ত শিহরণ
পাখি প্রেম, প্রেমের প্রণয়
তারপর তাড়িয়ে যত শীত
মানুষও জেগে উঠবে ফের।

ওগো বৃক্ষ
বসন্তের পাখি তোমাকে ডেকেছে।
তুমিও মানুষকে ডাকো – দেখো
মানুষও ক্ষত চিহ্ন মুছে
শীতের বিরহ কাতরতা ভুলে
জাগবে ফের।
জন্ম দিবে সুরের মানুষ,
শাখাতে কাণ্ডে মানুষ ফুটাবে মানবিক ফুল।
এবার জাগো এবং জাগাও- পল্লবিত করো
বসন্তের দেবী- জাগানীয়া পাখি
ছুঁয়েছে যে তোমার হাত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here