ঢাকা :: ব্যাংক এশিয়া লিমিটেড এর সাথে বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো সোসাইটির চুক্তি মোতাবেক আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা ও প্রযুক্তি নিয়ে রাজধানীর পাশবর্তী কামরাঙ্গিরচর এলাকায় গত ৪ অক্টোবর বুধবার, বিকালে একটি এজেন্ট ব্যাংক আউটলেটের উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংক এশিয়া লিমিটেড এর ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম. ফখরুল আহসান, বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর ৫৫ নং ওয়ার্ড এর কাউন্সিলর হাজী মোঃ নুরে আলম এবং ব্যাংক এশিয়া লিমিটেড এর এসইও এবং এজেন্ট একুয়ারিং ম্যানেজার সুমন রায় উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়া লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ একরাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইকো সোসাইটির চেয়ারম্যান ড. মোমতাজ উদ্দিন আহাম্মদ।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইকো সোসাইটির নির্বাহী পরিচালক শেখ আরিফ আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এবি ব্যাংক লিমিটেড এর কামরাঙ্গিরচর শাখার হেড অব ব্রাঞ্চ আর. এম. ইফতেখার, ইকো সোসাইটির ট্রেজারার মোঃ মাহবুবুল হক, সমন্বয়কারী ইউসুফ আলী, ব্যাংক এশিয়া লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, ঢাকা অঞ্চলের টিম লিডার ইমরুল হাসান, এআরও মইনুল হাসান, এছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।