ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বৃহত্তর নোয়াখালী সোসাইটির বার্ষিক বনভোজন আগামী ২৩ জুলাই রবিবার কানেকটিকাটের শেরউড আইল্যান্ড স্টেট পার্কে অনুষ্ঠিত হবে। সংগঠনটির নতুন কার্যকরি কমিটি গঠনের পর এটাই প্রথম বনভোজনের আয়োজন। এবারের বনভোজনে ব্যাপক সাড়া মিলছে বলে জানালেন বনভোজন কমিটির আহবায়ক দেলোয়ার চৌধুরী ও সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ।
তারা জানান এবারের বনভোজন সফল করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি, যাতে আগত অতিথিবৃন্দের যথাযথ সম্মান করতে পারি। শুধু তাই নয়, এটা আমাদের প্রথম বনভোজন সেজন্য সার্বিক নানা সমস্যাও মোকাবেলা করতে হচ্ছে। তবে সবকিছু ম্যানেজ করে নোয়াখালীর ঐতিহ্য বজায় রেখে আমরা এবারের বনভোন সফল করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে তিন বছর মেয়াদী (২০২৩-২৫) নতুন এ কমিটিতে আবুল কালাম আজাদ সভাপতি ও ইব্রাহিম এম সাইদ সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা হয়।
সমিতির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডা. মীর এম চৌধুরী, আবুল খায়ের, দেলোয়ার চৌধুরী, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক রবিউল আলম, মোহাম্মদ আলম (আরিফ) সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ রেজাউল করিম (রিয়াজ), গণসংযোগ সম্পাদক মাফুজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আকতার (রুপা), সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এন হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ইমরান এবং ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শামীম।
নির্বাহী সদস্যরা হলেন- নুরু এস সাপা (রাশেদ), মোঃ নুরুজ্জামান, মোঃ ইমাম হোসেন, আবু নাসের ও ইমরান হোসেন। বভোজনকে সফল করার জন্য কমিটির সকল সদস্যরাই অক্লান্ত পরিশ্রম করছেন বলে উল্লেখ করেন আহবায়ক দেলোয়ার চৌধুরী ও সভাপতি আবুল কালাম আজাদ।