কানেকটিকাটে দু’দিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলার সেবা বাংলা প্রেস, হার্টফোর্ড থেকে: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দু’দিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলার সেবা দেওয়া হবে। নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে ২৪ ও ২৫ মার্চ শুক্রবার ও শনিবার ম্যানচেসটার শহরের ৮২৪ মেইন  ষ্ট্রিটে প্রবাসীদের প্রয়োজনীয় সেবা গ্রহনের জন্য আহবান জানিয়েছেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা।

সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কনস্যুলার সেবায় মেশিন রিডবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব এটর্নি, দ্বৈত নাগরিকত্বের আবেদন গ্রহনসহ সকল প্রকার প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করার ব্যবস্থা করা হবে।

যথা সময়ে সকল প্রবাসীদের উপস্থিত হয়ে নিজেদের সেবা গ্রহনের জন্য জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা  পক্ষে  আহবান জানিয়েছেন সভাপতি বদরুল খাঁন, সা. সম্পাদক জুয়েল চৌধুরী, সহ-সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, প্রচার ও দপ্তর সম্পাদক হুমায়ুন চৌধুরী, সাবেক সা.সম্পাদক জুনেদ এ খান ও সাবেক সা. সম্পাদক আহমেদ জিলু।

প্রয়োজনে যোগাযোগ করুন- ৮৬০-৯৩৮-৬৭১৮/ ২০৩-৯৯৩-৭৭৮৮/ ২০৩-৩৩৮-১০৪৩  অথবা ৮৬০-৯৭০-৩৩৩০।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here