যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। র
বিবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর আসামি পক্ষের আবেদনে আদালত এই আদেশ দেয়।
এর আগে কাদের মোল্লার আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি শুরুর আগে প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনের অনুলিপি চেয়ে আবেদন করলে গত ২২ জানুয়ারি তা খারিজ হয়ে যায়।
মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় তার বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার