লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে শিব মন্দিরে অগ্নিসংযোগ করেছে দুবৃত্তরা।
স্থানীয়রা জানান বুধবার ভোরে শিবমন্দিরটি অগ্নি সংযোগ করে দুবৃত্তরা। ঐ দিন ভোরে স্থানীয় পুজারীরা পুজা করতে এসে শিব মন্দিরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে।
তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভায়। ততক্ষনে মন্দিরের কিছু অংশ পুড়ে যায়। দুপুরে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান আহাম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রাব্বী ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্দিরের পুজারী ময়না রানী মোহন্ত জানান, ভোরে পুজা করতে গিয়ে মন্দিরে আগুন দেখতে পান। মন্দির কমিটির সভাপতি রঞ্জিত কুমার মোহন্ত জানান, কে-বা-কাহারা মন্দিরে আগুন দিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন,মন্দিরের জায়গাটি একটি পক্ষ দখলে নিতে চায়। ওই পক্ষটির সংগে জায়গাটি নিয়ে মামলা চলছে।
কালীগঞ্জ থানার ওসি মোঃ আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে।
সহিদুল ইসলাম/