'কাঁচা পেঁয়াজের' রস লাগিয়ে চোখে জল এনেছিলেন ওবামা!বাংলা প্রেস, নিউ ইয়র্ক থেকে :: বক্তৃতার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কান্নার সত্যতা ও চোখের জল ফেলার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বক্তৃতা দিতে গিয়ে ‘কাঁচা পেঁয়াজের’ রস লাগিয়ে চোখে জল এনেছিলেন বলে অভিযোগ উঠেছে।

কিছুদিন আগে বক্তৃতার সময় চোখের জল ফেলে বিশ্ব মিডিয়ার আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি। তবে তাঁর সেই কান্নার সত্যতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রে। ফক্স নিউজের একজন উপস্থাপিকার সরাসরি অভিযোগ, সেদিন শিশুদের প্রতি আবেগ থেকে নয় ‘কাঁচা পেঁয়াজের’ রস লাগিয়ে চোখে জল এনেছিলেন ওবামা।

২০১২ সালের ডিসেম্বরে কানেকটিকাট অঙ্গরাজ্যে স্যান্ডি হুক স্কুলে বন্দুক হামলায় হতাহতদের কথা স্মরণ করেই ওবামা সেদিন কেঁদেছিলেন। ওই হামলায় ২০ শিশু নিহত হয়। এর পর থেকেই দেশটিতে অবাধে বন্দুকের লাইসেন্স না দেয়ার দাবি জোরদার হয়। এ নিয়ে পক্ষে-বিপক্ষে বেশ কাদা ছোড়াছুড়িও হয়েছিল তখন।

ফক্স নিউজ চ্যানেলের উপস্থাপিকা অ্যানড্রিয়া ট্যানটারোস মঙ্গলবার বলেন, ‘বন্দুক হামলায় নিহতদের স্মরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবামা কাঁচা পেঁয়াজ ব্যবহার করে চোখে পানি এনেছিলেন।

ওবামা তাঁর পড়িয়ামটিতে আগে থেকেই একটি পেঁয়াজ এনে রেখেছিলেন যেন তিনি বন্দুক হামলায় নিহত শিশুদের জন্য মায়া কান্না কাঁদতে পারেন’। ফক্স নিউজ চ্যানেলের উপস্থাপিকার এ তথ্য প্রকাশের পর বিভিন্ন মহলে চলছে নানা গুঞ্জন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here