দেশের বহুল আলোচিত ইভটিজিং এর প্রতিবাদ করায় নাটোরের লোকমানপুর কলেজের প্রভাষক মিজানুর রশিদকে হত্যা মামলায় ২জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো নাটোরের বাগাতিপাড়া উপজেলার মামুনুর রশিদ ওরফে আসিফ ও আব্দুল আওয়াল ওরফে রাজন। একইসাথে তাদের ৫০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এই রায় ঘোষণা করেন।

কলেজ ছাত্রীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটেদের হামলায় গুরুতর আহত হয়ে কলেজ শিক্ষক মিজানুর রশিদ ২০১০ সালের ২৫ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। এঘটনা দেশজুড়ে আলোচিত হয়। এব্যাপারে তার ভাই মামুনুর রশিদ বাদি হয়ে রাজন ও আসিফের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় একটি মামলা করেন।

নাটোরের অতিরিক্ত দায়রা জজ গত ২৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করেন।

মামলায় মোট ২০জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এডভোকেট এনত্মাজুল হক বাবু।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ আকবর হোসেন/রাজশাহী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here