শুন্যতা

– কলি শরীফ

তুমি ছিলে না বলে,
কত যুগ দেখিনি আমি
সূর্যের মায়ায় জড়ানো লাল প্রভাত,
ক্লান্ত রোদেলা সোনালী দুপুরের,
ভেসে চলা মেঘমালা!
তুমি ছিলেনা বলে।

সাঁঝের আকাশে এক ঝাঁক সাদা বকের,
উড়ে উড়ে ঘরে ফেরার দুরন্ত খেলা।
রাতের আকাশের শুকতারার মেলা,
কন্ঠে সুর বাজে না আর,
ছিড়ে গেছে তার হৃদয় বীনার।
তুমি ছিলে না বলে।

করেনি মুগ্ধ কোকিল, বসন্ত গানে,
সাজেনি তরুলতা -বৃক্ষরাজি অপরুপ সাজে।
গোলাপ, বকুল, বেলি-হাসনাহেনা,
ছড়ায়নি সুবাস আমার প্রানে।
বিশাল সমুদ্র উচ্ছাসে, উত্তাল -তরঙ্গ দোলা,
দেখিনি আমি,
তুমি ছিলে না বলে।

স্বপ্ন এসে কাছে, জড়িয়ে ধরো বুকে-দীর্ঘ নিঃশ্বাসে,
অনুভব-আবেগে চোখ খুলে দেখি আমি,
নিমিষে অদৃশ্য হও তুমি।
সংশয়, উবিগ্ন বিচলিত মন, অসহায় সারাক্ষণ,
আমি নি:স্ব, শুন্য, প্রাণহীন – অপূর্ণ,
তুমি ছিলে না বলে।

প্রকৃতির নিষ্ঠুর ডাকে গেলে তুমি চলে,
সব নিয়ে গেলে, সাদা মাটির ঘরে।
রেখে গেছো স্মৃতিময় ভালবাসা আমার অন্তর কুঠিরে,
নয়নের আলোয় ঝাপসা কালোয়,
দেখবো কি করে?
তুমি ছিলে না বলে।

অতৃপ্ত অবুঝ মন যে মানে না বারন,
ক্লান্তিহীন প্রতিক্ষা প্রহরে-নিঃশব্দ আধারে।
পাখির কোলাহলে, মুখরিত হয় না ঘুমন্ত সকাল!
ঘুম ভেঙে দিয়ে যায় বিষণ্ণতার কালো ছায়া!
তুমি ছিলেনা বলে।।।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here