অনুভুতি
-কলি শরিফ
.
ভালবাসা তুমি নও তো কোন গান, কাব্য, কবিতা,
তুমি আশ্রয়, অনুভুতির এক ঠিকানা, প্রানের আকুতি।
ভালবাসা তুমি স্বর্গ সুখের আশা, আবার কখনও কালিমায় ঢাকা মৃত্যু সর্বনাশা!
তোমাকে পেয়ে পূর্ন আত্মা, সবুজে সবুজ,
তুমি বসন্তের ফাল্গুনের, হাওয়া হয়ে আসো,
কখনও মহা প্রলয়ংকারী স্রোতে ভাসো!
কেড়ে নাও বক্ষ বৃক্ষের লাল,
কৃষ্ণচূড়ার সবুজ বসন্তকে।
আর্ত চিৎকারে বিদীর্ণ, বিবর্ণ বক্ষ রক্ত ক্ষরনে!
কখনও শান্ত, কখনও অশান্ত,
তুমি ভাসাও প্লাবনে!
নীল আকাশে ঐ ধ্রুবতারা হয়ে আনন্দে হাসাও।
কখনও প্লাবন হয়ে দু-চোঁখ ভাসাও!
ভালবাসা তুমি বহুরুপি,
বিজয়ের বেশে, তুমি বক্ষে তাজমহল।
তুমিই সত্য, শাশ্বত মহান।
চিরন্তন অমর।