বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার মাদরা সীমান্ত ফাড়ির বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। থানা পুলিশ সূত্র জানায়, মাদরা বিজিবি ফাঁড়ির হাবিলদার জাকারিয়া হোসেন টহলরত সদস্যদের নিয়ে এক দল চোরাচালানীকে তাড়া করে। এসময় চোরাচালানীরা ধাওয়া খেয়ে গ্রেফতার এড়াতে পার্শ্ববর্তী রাজপুর মাঠের মধ্যে একটি নেটের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশী করে ওই বস্তার ভিতর থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার অনুমানিক মূল্য ৩৬ হাজার ৮ শ’ টাকা। এ বিষয়ে বৃহস্পতিবার কলারোয়া থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা (নং-০৮) দায়ের করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডটকম/কামরুল হাসান/কলারোয়া।