
কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::
কলারোয়ায় কাকডাঙ্গা সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ২(দুই) পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে। রবিবার(১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারকালে ওই আটকের ঘটনা ঘটে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আশরাফুল হক সন্ধ্যা ৬ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক স্বর্ণ চোরাকারবারী কামাল হোসেন(৩৫) সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, কলারোয়া সীমান্তে কাকডাঙ্গা বিওপির হাবিলদার খবির হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তে টহলে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা টহলকালে কাকডাঙ্গা বাজার সংলগ্ন পাঁকা রাস্তা থেকে এক বাইসাইকেল আরোহীর গতিরোধ করে। পরে তার দেহ তল্লাশি করে ২ পিচ সোনার বার, ১ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়
আটককৃত সোনার বাজার মূল্য ৩০ লাখ ৯৯ হাজার ৬শ ৮১ টাকা বলে জানা যায়। যার ওজন ২৬০.৭৬ গ্রাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক চোরাকারবারীকে কলারোয়া থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।