কলারোয়া সীমান্তে ভারতীয় ফেনসিডিল কেড়ে নেওয়াকে কেন্দ্র করে চোরাচালানীদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গনি মিয়া নামের এক কারবারি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামে।

সীমান্তের লোকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার ভোর ৪ টার দিকে উপজেলার মুক্তিবাড়ি গ্রামের এক ব্যক্তির লোকজন ভারত থেকে ২ কার্টনে ৫৬ বোতল করে মোট ১১২ বোতল ফেনসিডিল নিয়ে উপজেলার কেঁড়াগাছি সীমান- পার হয়ে কাকডাঙ্গা গ্রামে আসে। এ সময় পার্শ্ববর্তী হঠাৎগঞ্জ-বাকসা গ্রামের কয়েকজন ও মুক্তিবাড়ি গ্রামের একজন হামলা চালিয়ে ওই ফেনসিডিল কেড়ে নেয়।

এতে হাতাহাতির এক পর্যায়ে ফেনসিডিল বহনকারীদের একজন আহত হয়। তার নাম গনি মিয়া বলে জানা গেছে। বেলা ১১ টায় খবর পেয়ে এস আই তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস’লে গিয়ে সত্যতা খুঁজে পান। এসআই তরিকুল ইসলাম সাংবাদিকদের কাছে বিষয়টি জানান।

কামরুল হাসান/কলারোয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here