কামরুল হাসান,কলারোয়া প্রতিনিধি ::
কলারোয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট সাফী ইসলাম শুভেচ্ছা বিনিময় ও ক্রীড়া সামগ্রীসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। সাফী ইসলাম কলারোয়া আলিয়া মাদ্রাসায় আগমন করলে শিক্ষার্থীরা শুভেচ্ছা জানাই এবং মাদ্রাসার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস আহমেদ আলী।
যার ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯নভেম্বর) সকাল দশটায় কলারোয়া আলিয়া মাদ্রাসায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট সাফী ইসলাম ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাফী ইসলাম কলারোয়া আলিয়া মাদ্রাসায় আগমন করলে শিক্ষার্থীরা শুভেচ্ছা জানাই এবং মাদ্রাসার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস আহমেদ আলী। জেলা সদ্য সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল চন্দনকে ফুলের শুভেচ্ছা জানান সহকারী অধ্যাপক (আরবী) মাওলানা তৌহিদুর রহমান।
এসময় কেন্দ্রীয় সহ সভাপতির সাথে উপস্থিত ছিলেন সদ্য সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শাহাজালাল আহমেদ সাজু, সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, কলারোয়া পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল ও সদস্য সচিব জি এম সোহেল, সৈকতসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছাত্র-ছাত্রীদের উপহার স্বরূপ ফুটবল, ভলিবল, ছাত্রীদের জন্য লাফ দড়ি, চকলেট, তুলে দেন। এবং সকল শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাফী ইসলাম বলেন, বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না। স্বৈরাচারী সরকার আর যাতে ফিরে না আসতে পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি। আগামী নির্বাচনে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন যদি আগামী নির্বাচনে মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে না পারে তবে আন্দোলন সফল হবে না সেজন্য জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হবে।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। ছাত্রদেলর কেন্দ্রীয় সহ সভাপতি কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। এই সমাবেশে মাদ্রাসার সর্বস্তরের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি কলারোয়ার সরকারি কলেজ, কাজীরহাট কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় দিনব্যাপী মতবিনিময় করেন এবং আগমীর দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন।